চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা পিছিয়ে গেছে। জেলা দলগুলোর যথেষ্ট প্রস্তুতির সময় না থাকায় পূর্ব নির্ধারিত ১৫ ফেব্রুয়ারি এ টুর্নামেন্ট শুরু হচ্ছে না। এছাড়া অল্প সময়ের ব্যবধানে পবিত্র রমজান শুরু হতে যাওয়ায় একেবারে ঈদুল ফিতরের পরে পিছিয়ে নেওয়া হয়েছে পুরো আয়োজন।
উল্লেখ্য বিভাগের ১১ টি জেলা ২ টি জোনে ভাগ হয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর সব প্রস্তুতি শেষ করেছিলো চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। এ লক্ষ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহানকে আহবায়ক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শাহনেওয়াজ রিটনকে সদস্য সচিব করে টুর্নামেন্টের সাংগঠনিক কমিটি গঠন এবং পরবর্তীতে ফিকশ্চার প্রনয়ন থেকে শুরু করে জোনাল খেলাগুলো পরিচালনার জন্য রাঙ্গামাটি ও কুমিল্লা স্টেড়িয়ামকে চূড়ান্ত ভেন্যু নির্ধারণ, দলগুলোর জার্সি রঙ নির্বাচনসহ যাবতীয় কাজ প্রায় সম্পন্ন করা হয়েছিলো। কিন্তু চলতি সপ্তাহে জেলা প্রশাসক সম্মেলন ও পরবর্তীতে রমজানপূর্ব সময়ে বিভাগীয় প্রশাসনের নানা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের কারনে জেলাদলগুলোর সফল অংশগ্রহণ কঠিন হয়ে পড়েছিলো। একারনে সকল জেলা প্রশাসকদের সাথে আলোচনা করে টুর্নামেন্ট পেছানোর সিদ্ধান্ত দেন বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন।
এ ব্যাপারে টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির সদস্য সচিব শাহনেওয়াজ রিটন সংবাদ মাধ্যমকে জানান, ঈদুল ফিতরের পরের সপ্তাহেই টুর্নামেন্ট শুরুর উদ্যোগ নেওয়া হবে। এ জন্য রোজার শেষ দিকে জেলা প্রশাসকদের সাথে আলোচনা করে অন্যান্য সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হবে। তবে খেলার ফিকশ্চার, জার্সি রঙ ও বাইলজসহ মিমাংসিত বিষয়গুলো অপরিবর্তিত থাকবে।