আইনি সহায়তা সেবাকে সর্বত্র পৌঁছে দিতে হবে

সচেতনতামূলক কর্মশালায় বক্তারা

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৬ পূর্বাহ্ণ

তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসার কল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিক ভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতে অসহায়, দরিদ্র, নির্যাতিত বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে।

গত সোমবার চাঁন্দগাও থানাস্থ এ.এল খান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরকারি আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রূপন কুমার দাশ। এ.এল খান উচ্চ বিদল্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম মামুনের সভাপতিত্বে এবং ফুটন্ত যুব সংঘের সভাপতি সাদ্দাম হোসেন এবং সহঃ সম্পাদক ফাহিম আশরাফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, ৭১ টিভি ব্যুরো চীফ সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রাম জজ কোর্টের অতিরিক্ত সরকারি কৌসুলী মোঃ সাইফুল আবেদীন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক এস এম আকাশ, সমাজ সেবক এস এম আজিজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমজার চিড়িয়াখানা
পরবর্তী নিবন্ধরোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে জ্ঞান আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন