পরীর দেশের গল্প শুনে
ঘুমিয়ে পড়ে খুকি,
স্বপ্ন দেখে ঘুমের ভেতর
পরীই দিচ্ছে উঁকি।
লাল নীল পরীর সাথে
ঘুরছে যেথায় খুশি,
খাচ্ছে মজার ফলমূল
ইচ্ছে মতো বসি।
ঘুম ভেঙে যায় খুকির
হঠাৎ দাদুর ডাকে,
স্বপ্নে দেখা সেই পরীদের
রংতুলিতে আঁকে।
সারমিন চৌধুরী | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ