চট্টগ্রামে ইনসি সিমেন্টের ‘পাইয়োনিয়ারিং গ্রিন সিমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সম্মেলন

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

ইনসি সিমেন্ট সমপ্রতি চট্টগ্রামের রেডিসন ব্লুতে ‘পাইয়োনিয়ারিং গ্রিন সিমেন্ট’ শীর্ষক একটি প্রযুক্তিগত সম্মেলনের আয়োজন করে, যা টেকসই নির্মাণের প্রতি তাদের অঙ্গীকারকে আরও জোরদার করে।

থাইল্যান্ড থেকে উদ্ভূত একটি প্রিমিয়াম সিমেন্ট ব্র্যান্ড হিসেবে ‘ইনসি সিমেন্ট’ তার উচ্চমান এবং টেকসই নির্মাণের জন্য স্বীকৃত, যা সিয়াম সিটি সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেড দ্বারা বাংলাদেশে উৎপাদিত হয়। ৫০ বছরেরও বেশি সময় ধরে কোম্পানিটি থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশে সফলভাবে তার উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। একটি সবুজ এবং আরও টেকসই ভবিষ্যত গড়ে তোলার জন্য নিবেদিত ইনসি সিমেন্ট, ধারাবাহিকভাবে পরিবেশবান্ধব উদ্ভাবনেই সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।

এই সম্মেলনে শিল্প নেতৃবৃন্দ সবুজ সিমেন্ট ও টেকসই ভবিষ্যৎ নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন। আলোচকদের মধ্যে ছিলেন থাইল্যান্ডের সিয়াম সিটি সিমেন্ট পিএলসি’র গ্রুপ প্রোডাক্টস অ্যান্ড টেকনিক্যাল সলিউশনস বিভাগের প্রধান পিটার ডব্রি, সিয়াম সিটি সিমেন্ট বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান, ডিরেক্টর অপারেশন্স ড. কানথাসাত বুন্টেম এবং মান ও কাঁচামাল বিভাগের মহা ব্যবস্থাপক জিএমজি মুস্তাফা।

অনুষ্ঠানে ইনসি সিমেন্ট বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। যাদের মধ্যে কমার্শিয়াল ডিরেক্টর মোহাম্মদ আবু সাঈদ, উপদেষ্টা সৈয়দ আবু আবেদ সাহের উপস্থিত ছিলেন। সম্মেলনের একটি উল্লেখযোগ্য অংশ ছিল বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তানভীর মঞ্জুরের বক্তব্য, যিনি বিশ্ব উষ্ণায়নের প্রভাব প্রশমন এবং পরিবেশগত টেকসইয়তা নিশ্চিত করার জন্য গ্রিন সিমেন্ট এর ব্যবহারের ওপর জোর দেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সড়ক ও জনপথ, এলজিইডি, ওয়াসা, পিডব্লিউডির মতো সরকারি প্রতিষ্ঠানের প্রধান ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং স্বনামধন্য স্থানীয় সংস্থাগুলোর পরামর্শদাতা ও প্রকৌশলী এবং চট্টগ্রামের উল্লেখযোগ্য রিয়েল এস্টেট কোম্পানিগুলোর প্রকৌশলীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় উচ্চারকের জয়ন্ত-সন্ধ্যা আজ
পরবর্তী নিবন্ধ‘পে ওয়ান্স, আর্ন নাউ’ ধারণা নিয়ে রিহ্যাব ফেয়ারে উইকন প্রপার্টিজ