চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক বিষয়ক দপ্তর (OIA) ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (IQCA) সহযোগিতায় এবং চবি গবেষণা ও উচ্চশিক্ষা সমাজের (CURHS) সহায়তায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ অর্জন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে এগিয়ে যাওয়া; একজন মাইক্রোসফট প্রকৌশলীর দৃষ্টিভঙ্গি শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে সচেতন করা। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন। উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার অনুষ্ঠান আয়োজকসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, আপনারাই আগামী প্রজন্মের দূরদর্শী নেতা, অগ্রগামী গবেষক এবং নবপ্রবর্তিত প্রযুক্তিবিদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্বব্যাপী প্রভাব ও ঐতিহ্য আপনাদের সাফল্যের মাধ্যমে সংজ্ঞায়িত হবে। উপাচার্য আজকের আলোচনা–পর্যালোচনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ অর্জন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে এগিয়ে যাওয়ার কলা–কৌশল সম্পর্কে ধারণা পাবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা সমপ্রসারণের প্রতি গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক সুযোগ–সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস. এম. নসরুল কদির আন্তর্জাতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের বিশ্বব্যাপী একাডেমিক সুযোগ গ্রহণের আহ্বান জানান।
সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোসফট, মার্কিন যুক্তরাষ্ট্রের সফটওয়্যার প্রকৌশলী ও ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক ইন্তিসার রাজোয়ান পরাশ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণের অভিজ্ঞতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লবী প্রভাব সম্পর্কে মূল্যবান তথ্য ও অভিজ্ঞতা শেয়ার করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তাহমিদা খানম। প্রেস বিজ্ঞপ্তি।