যুবদল নেতা হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপংকর কারাগারে

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১১ পূর্বাহ্ণ

যুবদল নেতা শামীম হত্যা মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলাম। এদিন দীপংকরকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির এসআই ফেরদৌস আলম। আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রুকনোজ্জামান জানান, মামলার মূল নথি না থাকায় রিমান্ড ও জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। খবর বিডিনিউজের।

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে কাকরাইলে সংঘর্ষ, ভাঙচুর ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে নিহত হন পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ ও যুবদলের মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের নেতা শামীম মোল্লা। ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় শামীমকে হত্যার অভিযোগে মামলা করা হয়।

সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগ থেকে দীপংকর তালুকদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। তিনি ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। পরে একই আসন থেকে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালে নবম ও ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার গঠন করার পর দীপংকর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

পূর্ববর্তী নিবন্ধজুলাই শহীদ পরিবারের জন্য এককালীন টাকা মাসিক ভাতা ও চাকরির ব্যবস্থা
পরবর্তী নিবন্ধএ কে খান মোড় থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ১