পাহাড়তলীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

নগরের পাহাড়তলী এলাকা থেকে পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ধৃতরা হচ্ছেন আসামি মো. আলী আশরাফ (২৫) ও ফজলুর রহমান মাসুম (২৯)। গত সোমবার তাদের গ্রেপ্তার করা হয় বলে গতকাল মঙ্গলবার র‌্যাবএর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ধৃতদের মধ্যে আশরাফকে লোহারপুল সরাইপাড়া ও মাসুমকে সাগরিকা মোড় থেকে গ্রেপ্তার করা হয়। দুজনই ফেনী জেলার ফুলগাজী থানার আনন্দপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, আশরাফ ফেনী মডেল থানার দুই মামলায় এক বছর ৬ মাসের এক সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং মাসুম ফেনী ফুলগাজী থানার একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে অধ্যাদেশ জারি
পরবর্তী নিবন্ধবান্দরবানে পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার দুই