ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ বলে পোস্ট দিয়ে বিদেশে চলে যাওয়ার মিথ্যা নাটক করেও রক্ষা পেলেন না কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।
অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানে গত সোমবার রাতে উপজেলার মধুরহাটি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অষ্টগ্রাম থানার ওসি মো. রুহুল আমিন। গ্রেপ্তার রাজীব আহমেদ হেলু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও উপজেলা বণিক সমিতির সভাপতি। তার বিরুদ্ধে নাশকতাসহ তিন মামলা রয়েছে। খবর বিডিনিউজের।
ওসি রুহুল আমিন বলেন, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজীব আহমেদ হেলু পলাতক ছিলেন। মঙ্গলবার (গতকাল) তাকে আদালতে সোপর্দ করা হয়। তিনি বলেন, ৩১ জানুয়ারি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে তোলা একটি ছবি নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট করে রজীব লেখেন ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’। পুলিশকে বিভ্রান্ত করে বাড়িতেই আত্মগোপনে ছিলেন এই স্বেচ্ছাসেবক লীগ নেতা। এলাকাবাসী জানান, ৫ অগাস্টের পর রাজীবকে আর দেখা যায়নি। সম্ভবত গ্রেপ্তার এড়াতে রাজীব ফেসবুকে মিথ্যা তথ্য প্রকাশ করেছেন।