নগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ দুইজনকে আটক করেছে র্যাব। ধৃতরা হচ্ছেন সাইফুল ইসলাম (৩৭) ও নাসির উদ্দিন (৩১)। ধৃতরা জোরারগঞ্জ থানার আজমনগর ও উত্তর সেনপাড়া এলাকার বাসিন্দা।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চলাকালে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয়া হয়। এসময় কারটি থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় সাইফুল ও নাসিরকে আটক করা হয়। পরে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।