রেলের জেলা সরঞ্জাম নিয়ন্ত্রককে মারতে গেলেন উচ্চমান সহকারী

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

মালামাল পাঠাতে দেরি হওয়ায় নিজের অধীনস্থ কর্মচারীর বিরুদ্ধে ‘রিপোর্ট’ দেওয়াকে কেন্দ্র করে রেলওয়ের পাহাড়তলী জেলা সরঞ্জাম নিয়ন্ত্রককে মারার জন্য ধাওয়া দিয়েছেন এই অফিসের উচ্চমান সহকারী সাইদুর রহমান তপু। গতকাল মঙ্গলবার সকালে পাহাড়তলীতে রেলওয়ের জেলা সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

রেলওয়ের পাহাড়তলী জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক অফিসের এক কর্মচারী জানান, অফিসিয়াল মালামাল পাঠানোতে দেরি হওয়ায় রেলওয়ের পাহাড়তলী জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (শিপিং) অফিসের আর এন্ড আই শাখার উচ্চমান অফিস সহকরী সাইদুর রহমান তপুর নামে চার্জশিট দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ ছিলেন। এ নিয়ে গতকাল সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (শিপিং) আসিফ উল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে উচ্চমান অফিস সহকারী সাইদুর রহমান তপুর কথাকাটাকাটি হয়। শুরুতে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও একপর্যায়ে মারমুখী হয়ে উঠেন তপু। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে তপু জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (শিপিং) আসিফ উল ইসলামকে মারতে তেড়ে গেলেতপুর সঙ্গে অন্যান্য কর্মচারীরাও পিছু নেন। ধাওয়া খেয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক আসিফ প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে ঢুকে রক্ষা পান।

জানা গেছে, সাইদুর রহমান তপু রেলওয়ে কন্ট্রাকটর অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপনের ভাই। ঘটনার পরপরই প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক মো. বেলাল হোসেন সরকারের কার্যালয়ে আসেন এ বিএনপি নেতা। তবে তিনি কী বিষয়ে এসেছেন তা জানা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে দপ্তরের এক কর্মচারী বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ আছে। জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (শিপিং) আসিফ উল ইসলাম বলেন, এটা ‘মিস আন্ডারস্ট্যান্ডিং। যেভাবে বলা হচ্ছে, সেভাবে কিছু ঘটেনি। যা ঘটেছে, সেটা মিটমাট হয়ে গেছে।’

ঘটনার বিষয়ে উচ্চমান অফিস সহকারী সাইদুর রহমান তপু বলেন, এটা আসলে ভুল বোঝাবুঝি। অফিসিয়াল একটা বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়েছে। স্যার আমাদের অভিভাবক আজকের ঘটনায় তার কাছে ক্ষমা চেয়েছি। আমাদের ইনচার্জের মধ্যস্থতায় বিষয়টা মীমাংসা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ির বিএনপি নেতা মোল্লা আজমকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধটিসিবির ট্রাকসেলে পণ্যের জন্য হুড়োহুড়ি