চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় চলমান বিশেষ অভিযানে মো. রাকিব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বড়উঠান ৭নং ওয়ার্ড যুবলীগের সংগঠক বলে পুলিশের দাবি, তবে স্থানীয়দের কেউ তা নিশ্চিত করতে পারেননি।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তার মো. রাকিব কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর জাগিরপাড়া ছনা বড়বাড়ির বাসিন্দা এবং মৃত মো. ইদ্রিসের ছেলে।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর নির্দেশনা অনুযায়ী চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি থানায় রয়েছেন এবং শিগগিরই সুনির্দিষ্ট মামলায় চান্দগাঁও থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করবে।
চলমান অপারেশন ডেভিল হান্ট’-এর প্রভাবে বড় নেতারা এলাকা ছেড়ে আত্মগোপনে থাকলেও নেতাকর্মী ও সংগঠকেরা এলাকায় রয়েছেন। ফলে, সহজেই তারা পুলিশের জালে ধরা পড়ছেন। যাদের কে তৃণমূলের প্রাণ বলা হয় তারা বেশির ভাগ গত ১৬ বছরেও দলীয় সুবিধা পাননি, অথচ বর্তমানেও তারা বেশির ভাগ পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছেন বলে সমালোচনাও কম চলছে না।