ব্যাপক হারে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ডিপসিক : দক্ষিণ কোরিয়া

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

চীনা এআই অ্যাপ ডিপসিক ব্যাপক হারে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে বলে অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। ডিপসিকের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণের জন্য সব ধরনের ইনপুট ডেটা ব্যবহারের অভিযোগ করেছে দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বা এনআইএস। খবর বিডিনিউজের।

বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার বিষয়েও অ্যাপটির প্রতিক্রিয়া নিয়ে সংস্থাটি প্রশ্ন তুলেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এনআইএস বলেছে, গত সপ্তাহে বিভিন্ন সরকারি সংস্থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আনুষ্ঠানিক একটি নোটিশ পাঠিয়েছে তারা। রোববার এক বিবৃতিতে এনআইএস বলেছে, অন্যান্য জেনারেটিভ এআই পরিষেবার বিপরীতে ডিপসিকের বিভিন্ন চ্যাটিং রেকর্ড অন্য কোথাও পাঠানো সম্ভব। কারণ এতে কিবোর্ড ইনপুট প্যাটার্ন সংগ্রহের জন্য একটি ফাংশন রয়েছে, যা ব্যবহারকারীদের শনাক্ত করতে ও ভলসঅ্যাপলগডটকমএর মতো চীনা কোম্পানির সার্ভারের সঙ্গেও যোগাযোগ করতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচীনে বিবাহ কমেছে ২০ শতাংশ জন্মহার নিয়ে উদ্বেগ
পরবর্তী নিবন্ধইউক্রেন যুদ্ধ অবসান হতে হলে পুতিনের শর্ত মানতে হবে : রাশিয়া