বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের আয়োজনে গত শনিবার আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সারোয়াতলী ইব্রাহিম নুর মোহাম্মদ স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে কঞ্জুরী ৯নং ওয়ার্ড বিএনপি টাইব্রেকারে সারোয়াতলী ১নং ওয়ার্ড বিএনপিকে ২–১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে এই খেলা গোলশূন্য ভাবে ড্র হয়। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছেন কঞ্জুরী দলে মোহাম্মদ ফরহান। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক আহবায়ক আবু সুফিয়ান। টুর্নামেন্ট কমিটি আহবায়ক কপিল উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম পারভেজ সঞ্চালনায় বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলার বিএনপি আহবায়ক ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, মদিনা বিএনপি সভাপতি ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টা এস এম আলতাফ হোসেন, ইউনিয়ন বিএনপি সভাপতি প্রকৌশলী এস এম তারেক, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী ছোটন, উপজেলা বিএনপি সদস্য জামাল উদ্দীন, মোস্তফা কামাল কালু, এস এম আবুল মনসুর ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরোয়ার কামাল রিপন।