ইসলামী সংস্কৃতির উন্নয়নে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে

ইন্টারন্যাশনাল ইসলামী রিসার্স সেন্টারের প্রস্তুতি সভায় বক্তারা

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

নগরীর বাটালী হিলস্থ ফরহাতবাগ রেসিডেন্সে ইন্টারন্যাশনাল ইসলামী রিসার্চ সেন্টার চট্টগ্রাম (আইআইআরসিসি) প্রতিষ্ঠায় চতুর্থ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গত ৮ ফেব্রুয়ারি প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আইআইআরসিসি’র ফাউন্ডার চেয়ারম্যান ও এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান। সভায় প্রধান আলোচক ছিলেন আইআইআরসিসি’র ফাউন্ডার সেক্রেটারি ও কানাডা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাসুদুল আলম চৌধুরী। আইআইআরসিসি’র ফাউন্ডার মেম্বার মুফতি মুসলিম হায়দার মাদানীর সঞ্চালনায় আলোচক ছিলেন চবি অধ্যাপক ও ইসলামী ব্যাংকের শরীয়া বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার, চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ শাহাদত হোসেন, চবি অধ্যাপক ড. আব্দুল্লাহ মুরাদ, গবেষক বিশ্ববিদ্যালয় শিক্ষিকা উম্মে সায়মা তাজকিয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষিকা আয়শা সিদ্দিকা, মেজর জেনারেল (অব.) আমচা আমিন, লায়ন সেতারা গফ্‌ফার, ব্যাংকার সিরাজুল ইসলাম চৌধুরী, এস এম আমান উল্লাহ, চাটগাঁ ভাষা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, জাহের মো. আলাউদ্দীন খান, আল মানাহিল ফাউন্ডেশন প্রতিনিধি শহিদুল ইসলাম, সৈয়দ শাহনেওয়াজ হুসেইন প্রমুখ। প্রধান বক্তা ড. মাসুদুল আলম বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শিক্ষা ও গবেষণায় উন্নয়নশীল দেশ গড়তে বিশেষ ভূমিকা রাখা যায়। অনুরূপ এই ইসলামী গবেষণাগারের মাধ্যমে আমাদের দেশ জাতি সমাজ তথা ইসলামী সংস্কৃতির উন্নয়নে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের আগে গণহত্যায় দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধআমদানি-রপ্তানি বাণিজ্যে নীতিমালা সহজ করতে হবে