নির্বাচনের আগে গণহত্যায় দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে

মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠকে শাহজাহান

| মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, দেশকে অশান্ত করতে আওয়ামী অপশক্তি নানান ষড়যন্ত্রে মেতে উঠেছে। জাতির ঐক্যের মাধ্যমে এটিকে প্রতিহত করতে হবে।

২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতারিরোধী অপরাধ ও গণহত্যায় দায়ীদের বিচার নির্বাচনের পূর্বে নিশ্চিত করতে হবে। গত ৯ ফেব্রুয়ারি দেওয়ানবাজাস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরীর বাংলাদেশ ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ে কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন, মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, ডা. ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর ছিদ্দিক, প্রফেসর সাইফুল্লাহ, অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন, আমির হোছাইন, ফখরকে জাহান সিরাজী সবুজ, হামেদ হাসান ইলাহী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেন, পিসিটি টার্মিনাল বন্দরের অর্থে নির্মিত হলেও সেখানে চট্টগ্রাম বন্দরের কোনো শ্রেণিপেশার শ্রমিককর্মচারীদের কাজ করার সুযোগ রাখা হয়নি। ডক, মার্চেন্ট, স্টিভিভোর, স্টাফ শিপক্রেন অপারেটর, প্রাইম মুভার শ্রমিক, শিপ ওয়াচম্যান, ল্যান্সিংআনলেসিং শ্রমিক, কেস্টার হেজ শ্রমিকসহ কোনো শ্রেণীর কার্ডধারী শ্রমিকদের কাজের ব্যবস্থা রাখা হয়নি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধইসলামী সংস্কৃতির উন্নয়নে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে