চকরিয়ায় বাসের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী গ্রীনলাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক বাইক আরোহী। এ সময় আহত হয়েছেন অপর আরোহী। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচরের নলবিলাস্থ ডলমপীর শাহ্‌ মাজার এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত বাইক আরোহীর নাম হাসানুল ইসলাম জিশাত (২৫)। তিনি বান্দরবানের আলীকদম উপজেলার পাতাখাইয়া এলাকার ছৈয়দ আহমদের পুত্র। তবে আহত অপর আরোহীর নামপরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি হাইওয়ে পুলিশ। মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি (ইন্সপেক্টর) মো. আরিফুল আমিন জানানচারজন ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে আলীকদম থেকে বান্দরবান জেলা সদরে যাচ্ছিলেন মামলার হাজিরা দিতে। তন্মধ্যে একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী গ্রীনলাইন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আরোহী জিশান।

ওসিচিরিঙ্গা হাইওয়ে থানা আরও জানান, খবর পেয়ে অকুস্থল থেকে হতাহতের উদ্ধার এবং দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা করে সাম্প্রদায়িকতাকে উস্‌কে দিচ্ছে
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে গোলাম আকবর খোন্দকার