সারাদেশের চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়িতে আওয়ামী লীগ এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার : কক্সবাজার প্রতিনিধি জানান, জেলার সদর থানা থেকে ৪ জন, উখিয়া থেকে ৩ জন, মহেশখালী থেকে ২ জন, চকরিয়া থেকে ২ জন, পেকুয়া থেকে একজন ও কুতুবদিয়া থানা থেকে একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী গতকাল রাত সোয়া ৯টার দিকে এ তথ্য জানান।
কক্সবাজার সদর থানায় গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা যুব মহিলা লীগের সাবেক জেলা সভাপতি আয়েশা সিরাজ। শ্রমিক লীগ নেতা নূরুল আলম (৪৫), পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নূর মোহাম্মদ (৫৬) ও পৌর ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকতার কামাল সোহেল (২৭)।
উখিয়া থানায় গ্রেপ্তারকৃতরা হলেন ছাত্রলীগের কঙবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রাজাপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন ও রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের ৮ নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম। মহেশখালী থানায় গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজ মিয়া (৫০) ও মো. ছাদেক উল্লাহ (৫৫)। পেকুয়া থানায় গেপ্তার হন রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মো. ফোরকান। কুতুবদিয়া থানায় গ্রেপ্তার হন বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি তুহিন নামে এক ছাত্রলীগ নেতা। এছাড়াও চকরিয়ায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছ বলে জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, জেলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরে আসামিদের রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন রাঙামাটি কোর্ট পুলিশের পরিদর্শক মেজবাহ উদ্দিন।
গ্রেপ্তার আসামিরা হলেন কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বিকাশ কান্তি দাশ, কাউখালী উপজেলা ঘাগড়া ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহম্মদ, ঘাগড়া ইউনিয়নের ছাত্রলীগের লীগের কর্মী শাহিন হাওলাদার ও ঘাগড়া ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. ইরফান আলী, রাঙামাটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনছুর আলী, সদর উপজেলার শ্রমিকলীগের সাবেক সভাপতি শাহজালাল মাঝি ও ৯ নম্বর পৌর ওয়ার্ডের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাওলা মিয়া।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, মেরুং ইউনিয়নের রেকার্য্য ওর্য়াডের যুবলীগ সভাপতি মো.হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহ–দপ্তর সম্পাদক আলী আকবর, যুবলীগ সদস্য আনোয়ারুল হক ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান এবং মহালছড়ি ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।