গেল বছরের জুলাই–আগস্টে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির শীর্ষনেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ওরফে শায়েখে চরমোনাই বলেছেন, আমরা গণহত্যার বিচার চাই। গণহত্যার বিচার করতেই হবে। যদি হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সবচেয়ে বড় জুলুম হবে। এর চেয়ে বড় জুলুম আর কিছু নেই। মনে রাখতে হবে জালেমকে ছেড়ে দেওয়াই হলো বড় জুলুম। গতকাল সোমবার রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে দলটির এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আগে প্রয়োজনীয় সংস্কার করুন। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমি পিআর সিস্টেমে (সংখ্যানুপাতিক হারে) নির্বাচন চাই। সংখ্যানুপাতিকভাবে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে। ব্যক্তি দেখে নয়, প্রতীক দেখে মানুষ ভোট দেবে। প্রত্যেক মানুষের প্রতিনিধি সংসদে থাকবে, প্রত্যেকের কথা বলতে পারবে, তাহলে পেশি শক্তির ব্যবহার হবে না।
‘ছাত্র–জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার; দুর্নীতিবাজদের গ্রেফতার; অবৈধসম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা; সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা’র দাবি নিয়ে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, আমরা খুন দেখতে চাই না, আমরা চুরি দেখতে চাই না, আমরা দুর্নীতি দেখতে চাই না, আমরা অপহরণ দেখতে চাই না, গুম দেখতে চাই না, আয়নাঘর দেখতে চাই না।