কক্সবাজার সৈকতে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছিনতাইকালে পাঁচ ছিনতাইকারীকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমান কঙবাজার শহরের পাহাড়তলীর বসবাসরত শামসুল আলমের পুত্র মনসুর আলম (২২), কঙবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার মৃত নুর মোহাম্মদ মো. সোহেল (২০), চকরিয়ার কচপাড়ার সৈয়দ আলমের পুত্র নুরুল আলম (২৬), শহরের বাদশাঘোনা এলাকার কোরবান আলীর পুত্র দীন ইসলাম (২০) এবং শহরের সৈকত পাড়ার মৃত জহির আলমের পুত্র মো. ইদ্রিস (৩২)। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ছিনতাইকারীরা একদল পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

খবরটি পাওয়ার সাথে সাথে দ্রুত অভিযান চালায় ট্যুরিস্ট পুলিশের একটি দল। অভিযানে ঘটনার সাথে জড়িত পাঁচজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাইকৃত একটি মোবাইল ও টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার পাঁচ ছিনতাইকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় পাইলিং টাওয়ার ভেঙে নিহত শ্রমিক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগ রেসিং পিজিয়ন্স রেস সম্পন্ন