অতঃপর আমি মুসাকে তাদের পর আমার নিদর্শনসমূহ সহকারে ফির’আউন ও তার রাজন্যবর্গের প্রতি প্রেরণ করেছি, অতঃপর তারা সেই নিদর্শনগুলোর প্রতি অবিচার করেছে। সুতরাং দেখো, কী পরিণাম হয়েছে ফ্যাসাদকারীদের!
– আল–কোরানের বঙ্গানুবাদ (৭ : ১০৩) সূরা আল–আ’রাফ।
নিশ্চয় আল্লাহ্ তোমাদের আকৃতি বা সম্পত্তি দেখিবেন না, তিনি তোমাদের অন্তর ও কার্য পরীক্ষা করিবেন।
– আল হাদীস (মোসলেম)।
আমরা বেশীরভাগ ক্ষেত্রে প্রশংসা পাওয়ার জন্যই প্রশংসা করে থাকি।
– উইলিয়াম পেন।