চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টায় উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এটি লোহাগাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রথম সাফল্য।
খোরশেদ আলম চৌধুরী লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের জমিদার পাড়ার মৃত বেলায়ত চৌধুরীর ছেলে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান দৈনিক আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাঁকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।