পেকুয়ায় পাইলিং টাওয়ার ভেঙে নির্মাণ শ্রমিক নিহত

পেকুয়া প্রতিনিধি | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় ব্রিজ নির্মাণ কাজের পাইলিং টাওয়ার ভেঙে পাইলিংয়ের পিলার চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার ( ১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাজাখালী বারবাকিয়া সংযোগ নোয়াখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মোঃ কাইয়ুম (৪২) নীলফামারী জেলার জলডাংগা এলাকার মৌজাল হকের পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়,টইটং খালের উপর নির্মিতব্য রাজাখালী বারবাকিয়া সংযোগ নোয়াখালী ব্রিজ নির্মাণের পাইলিংয়ের কাজ চলছিল। পাইলিং চলাকালীন হঠাৎ পাইলিং টাওয়ারটি পাশের একতলা বাড়ির ছাদে হেলে পড়ে বিকট শব্দ হয়। ওই সময় পাইলিংয়ের পিলারে চাপা পড়ে শ্রমিক কাইয়ুম আটকা পড়ে। পিলার চাপায় সে বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্থানীয় ও অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম নেয়ার পথে কাইয়ুম মারা যায়।

ঘটনার খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রমিক নিহতের বিষয় নিশ্চিত করে তিনি বলেন, ব্রিজের নির্মাণ চলাকালে দুর্ঘটনাবসত একজন শ্রমিক নিহত হয়। নিহতের পরিচয় নিশ্চিত করে প্রয়োজনিয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘন্টায় চট্টগ্রামে আওয়ামী লীগের ২৬ গ্রেফতার
পরবর্তী নিবন্ধভূজপুরে ফের অগ্নিকাণ্ডে পুড়ল ৫ দোকান