সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা থেকে সৈনিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মোঃ ফোরকান। ইউনিয়নের টেকঘোনা পাড়ার আবুল হোছেনের পুত্র তিনি।
অন্যজন হলেন, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ওয়াপদা পাড়ার মঞ্জুর আলমের পুত্র ও স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মোঃ তুহিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, ১০ ফেব্রুয়ারি ভোররাতে চালানো এক অভিযানে আত্মগোপনে থাকা অবস্থায় মো: ফোরকানকে গ্রেফতার করা হয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন জানান, কুতুবদিয়ায় বৈষম্যবিরোধি আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি তুহিন নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
১০ ফেব্রুয়ারি রাতে এক অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তুহিন উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ওয়াপদা পাড়ার মঞ্জুর আলমের পুত্র।
ওসি বলেন, তুহিন জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার একটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে আসছিলো। এর অংশ হিসেবে আত্মগোপন থেকে বাড়িতে আসার খবর পেয়ে আমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।