কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে অবৈধ দুইটি ইটভাটা সিলগালা করে দেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ লাইসেন্সবিহীন এবিএম ইটভাটা সিলগালা করা হয়।
একই সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগমের নেতৃত্বে বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধ লাইসেন্সবিহীন আরবিএম ইটভাটা সিলগালা করা হয়। এ সময় ইট প্রস্তুত কাজে ব্যবহৃত ৪টি মেশিন জব্দ ও আরবিএম এর মালিককে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, কক্সবাজার জেলায় কোন অবৈধ পরিবেশ বিধ্বংসী ইটভাটা না থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কক্সবাজার। মহামান্য হাইকোর্ট এর আদেশের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের এ বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে আজকের এ অভিযান পরিচালনা করা হয়। এর প্রেক্ষিতে পেকুয়া উপজেলার টইটং এলাকার অবৈধ দুইটি ইটভাটা সিলগালা করা হয়েছে, আগামীতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
পেকুয়ায় অবৈধ লাইসেন্সবিহীন বেশ কয়টি ইটভাটায় বনাঞ্চলের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করে আসছিল। পরিবেশ ও বনাঞ্চল রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশবাদীরা।