সরকারি চাকরিতে উত্তরাধিকারভিত্তিক কোটা বাতিল করল পাকিস্তান

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৮ পূর্বাহ্ণ

পাকিস্তানে সরকারি চাকরিজীবীর মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের সরকারি চাকরি উত্তরাধিকারভিত্তিক কোটা আর থাকছে না। সরকারি চাকরিতে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগের বিধান বাতিল করেছে পাকিস্তান সরকার। খবর বাংলানিউজের।

তবে চাকরিরত অবস্থায় মারা যাওয়া কর্মকর্তাকর্মচারীদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সহায়তা প্যাকেজের আওতায় অন্যান্য সুবিধা পেতে থাকবেন। গত শনিবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে ডেইলি পাকিস্তান। গত বছর দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া এই রায় সংস্থাপন বিভাগ বাস্তবায়নের জন্য ইতোমধ্যে সকল মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশনা জারি করেছে। সংস্থাপন বিভাগের জারি করা এক স্মারকলিপি অনুসারে, ২০২৪ সালের ১৮ অক্টোবর সুপ্রিম কোর্টের রায়ের পর বিধানটি বাতিল করা হয়। সুপ্রিম কোর্টের রায়ের তারিখ থেকে সিদ্ধান্ত কার্যকর হবে। তবে সন্ত্রাসী ঘটনায় প্রাণ হারানো আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদের পরিবারের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। এছাড়াও সুপ্রিম কোর্টের রায়ের আগে করা নিয়োগগুলো নতুন নীতির আওতায় পড়বে না। গত বছর পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরির কোটা প্রকল্পকে বৈষম্যমূলক এবং অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করার রায় দেয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫.৩০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত