আট বছর পর আবারও জুটি বেঁধেছেন ফুয়াদ আল–মুক্তাদির ও ইমরান মাহমুদুল। এরই মধ্যে প্রকাশ করেছেন তাদের নতুন গান ‘মন বুঝলি না’। গানটির কথা লিখেছেন আবদার রহমান। সুর করেছেন ফুয়াদ আল–মুক্তাদির। যৌথভাবে সংগীতায়োজন করেছেন ফুয়াদ ও সঞ্জয়।
সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমনা। সমপ্রতি শিল্পী ইমরান মাহমুদুলের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই গানটি শ্রোতাদের মাঝে সাড়া ফেলতে শুরু করে। দুই দিনের মাথায় ছয় মিলিয়নের বেশি শ্রোতা গানটি শুনেছেন।
আট বছর পর ফুয়াদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে গণমাধ্যমকে ইমরান বলেন, ২০১৭ সালে ফুয়াদ আল–মুক্তাদিরের সুর ও সংগীতায়োজনে ‘ধোঁয়া’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলাম।
আবদার রহমানের লেখা সেই গান অনেকের মনে ছাপ ফেলেছিলো। তখন থেকেই অনেকে চাইছিলেন, আমরা একসঙ্গে আরও কিছু কাজ করি।
কিন্তু দু’জনের অবস্থান দুই দেশে হওয়ায় নিয়মিত কাজের সুযোগ ছিল না। কিন্তু কাজ করার ইচ্ছা দু’জনেরই ছিল। তাই এতদিন পরে আবার নতুন আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে ওঠা।