আইইবি চট্টগ্রাম কেন্দ্রে অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রের ইআরসি রুমে আয়োজন করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইআরসির নির্বাহী ভাইসচেয়ারম্যান প্রকৌশলী মো. আবু জাফরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রের ভাইসচেয়ারম্যান প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইসচেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম এবং সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন। ইআরসির জেনারেল সেক্রেটারী প্রকৌশলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক (অর্থ) প্রকৌশলী মো. কামরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ও ইআরসির প্রাক্তন জেনারেল সেক্রেটারী প্রকৌশলী মো. নুরুল আলম, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী গোলাম কিবরিয়া মো. রিয়াদ, কাউন্সিল সদস্য প্রকৌশলী এ.কে.এম. মামুনুল বাশরী ও প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম এবং সিনিয়র প্রকৌশলী বিধান চন্দ্র দাস। ধন্যবাদ জ্ঞাপন করেন ইআরসির নির্বাহী সদস্য প্রকৌশলী রাজীব চৌধুরী। পরে ক্যারম খেলার মাধ্যমে মাসব্যাপী প্রতিযোগিতা শুরু হয়। অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে ৮টি গ্রুপে ৪৫টি আইটেমে ১৬২টি খেলায় ২৩০জন প্রকৌশলী, প্রকৌশলী গৃহিণী/স্বামী ও সন্তান অংশগ্রহণ করছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাংবাদিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকেএসআরএম ফুটবল টুর্নামেন্ট শুরু