পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে চন্দনাইশ উপজেলা স্পোর্টিং ক্লাবকে ৩–০ গোলে পরাজিত করে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বোয়ালখালী ফুটবল একাডেমি। খেলা শেষে ম্যাচ সেরা পুরস্কার লাভ করেন বোয়ালখালী ফুটবল একাডেমি দলের জাহেদ হোসেন এমিলি। উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ারী শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে কালারপোল ক্রীড়া সংস্থা এবং পটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এম ইদ্রিচ চৌধুরী অপু’র সভাপতিত্বে ও আজিজুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এবিটস’র প্রতিষ্ঠাতা আবু তাহের ইমু।