চবি ক্যাম্পাসে শুরু হলো একুশে বইমেলা

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বই হোক আনন্দ ও সচেতনতার উপকরণ’ এ প্রতিপাদ্যে ৫ দিনব্যাপী (১৩ ফেব্রুয়ারি) মহান একুশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বই মেলা২০২৫ শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। গতকাল সকাল ১০টায় চবি বুদ্ধিজীবী চত্বরে বইমেলা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য এস.এম.ফজলুল হক ও সৃজনশীল প্রকাশনার সভাপতি মো. শাহাব উদ্দিন বাবু।

উপাচার্য বলেন, আজকের এ বইমেলা কেবলমাত্র বইয়ের প্রদর্শনী নয়, বরং এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য ও ভবিষ্যৎকে সংযুক্ত করার এক গুরুত্বপূর্ণ সেতু। বই জাতির চেতনার দর্পণ। একটি জাতির উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করে তার শিক্ষার মানের ওপর, আর বই হলো সে শিক্ষার অন্যতম প্রধান বাহন।

চবি উপউপাচার্য (একাডেমিক) বলেন, ভাষা ও সাহিত্য চর্চাতে এবং প্রযুক্তিগত দিক দিয়ে যে দেশ যত বেশি ভালো অবস্থানে রয়েছে, অর্থনৈতিকভাবে সে দেশ তত বেশি সমৃদ্ধ। ভাষার সাথে অর্থনীতি ওতোপ্রোতভাবে জড়িত। তিনি সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ও আগামী প্রজন্মকে বইয়ের প্রতি ভালোবাসা জন্মানোর আহ্বান জানান। অনুষ্ঠানে উপউপাচার্য প্রতিবছর এ বইমেলা অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দেন।

উপউপাচার্য (প্রশাসন) ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, বইমেলার মাধ্যমে পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। বইয়ের সান্নিধ্যে থেকে মানুষের মনের ভিতর যে চিন্তাচেতনার পরিবর্তন আনা যায়, সেগুলোকে স্মরণ করিয়ে দেয়া দরকার। তিনি সকলকে বেশি বেশি করে বই পড়ে লেখালেখি করার আহ্বান জানান।

চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মুমতাহিনাহ্‌ জুঁইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি সংস্কৃত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী পুজা প্রামানিক ও ইংরেজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আহমেদ শান্ত। অনুষ্ঠানে বইমেলা উদযাপন কমিটির সদস্য চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সদস্যসচিব প্রফেসর ড. মো. আলমগীর, সদস্য, চবি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, চট্টগ্রামসহ দেশের নামকরা বিভিন্ন প্রকাশনা সংস্থা এ বই মেলায় অংশগ্রহণ করছে। চবিতে বই মেলা ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৬ বছরের অত্যাচার নির্যাতন মানুষ মাফ করলেও আল্লাহ করবেন না
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরা মুহাম্মদীয়া আদর্শ দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা