১৬ বছরের অত্যাচার নির্যাতন মানুষ মাফ করলেও আল্লাহ করবেন না

রাঙ্গুনিয়ায় পথসভায় হুম্মাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কোদালা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোদালা মাদ্রাসা মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী বলেন, আজকে কোদালায় যে বাজারেই গিয়েছি, সেখানেই শত শত মানুষ। তারা আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায় এবং মনের ব্যথা আমাদের সাথে শেয়ার করতে চায়। গত ১৬ বছরে আপনাদের উপর কতটুকু অত্যাচার হয়েছে গত দশ মিনিটের মধ্যে অনেকগুলো ঘটনার বর্ণনা শুনলাম। প্রতিটি মানুষের উপরে যে ধরনের অত্যাচার চলেছে তা আমরা মানুষ হিসেবে হয়ত মাফ করতে পারি, কিন্তু উপরে যিনি বসে আছেন আল্লাহ পাক মাফ করবেন না। পথসভায় মো. সামশুল আলমের সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলী নুর, জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার, মো. মাহাবুব, ওসমান গণি, বাবুল, মো. মুজিব, ইউসুফ সিকদার, হায়দার চৌধুরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ভিপি আনছুর উদ্দিন, বেলাল উদ্দিন, আবুল হাসেম, ওয়াকিল আহমদ, মসিউদ্দৌল্লাহ, নসু, মাসুদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল আহমেদ, মো. আব্দুল্লাহ, মোহাম্মদ ইদ্রিস, আব্দুল জব্বার, খোকা, মো. ওসমান প্রমুখ।

সমাবেশে হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, আমার বাবা যখন রাউজান রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি তিন আসন থেকে নির্বাচন করেন, তখন রাউজানের অংশটা এই কোদালা মাদ্রাসা থেকেই শুরু করতেন। এই মাদ্রাসার প্রতি উনার একটা দুর্বলতা ছিলো। আমার যা টাকাপয়সা আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তা আমি এই রাঙ্গুনিয়ার মসজিদ মাদ্রাসায় খরচ করবো। মাদ্রাসার কিছু দায়িত্ব আমাকেও দিতে হবে এবং দোয়া করবেন যেনো সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

পূর্ববর্তী নিবন্ধশহরের রহস্যময় রঙিন রেখার মুখোশ উন্মোচন
পরবর্তী নিবন্ধচবি ক্যাম্পাসে শুরু হলো একুশে বইমেলা