বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেছেন, বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি দলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দলের কেন্দ্রীয় নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ করে নবায়ন ফরম পূরণ করতে হবে।
তিনি গতকাল বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম আকবর খোন্দকার বলেন, ২০১৭ সালের ১ জুলাই শুরু হওয়া সদস্য সংগ্রহ কার্যক্রমে যারা সদস্য পদ লাভ করেছেন, তারাই কেবলমাত্র সদস্য নবায়নের আওতাভুক্ত হবেন। যে সকল সদস্য ফ্যাসিবাদী সরকারের চিহ্নিত সহযোগী ছিলেন, তারা সদস্য নবায়নের সুযোগ পাবেন না। দলীয় সাংগঠনিক শাস্তির আওতায় যারা প্রাথমিক সদস্যপদ হারিয়েছেন, তারা নবায়নের সুযোগ পাবেন না। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা এবং নিয়মাবলী না মেনে যদি কোন সদস্যকে নবায়ন করা হয়, সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দ দায়ী থাকবেন এবং প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্র কর্তৃক গঠিত মনিটরিং টিম প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম তদারকি করবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছালাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন, নুর মোহাম্মদ, কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার, ডা. খুরশিদ জামিল, জসিম উদ্দিন সিকদার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, শহিদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কুতুবউদ্দিন বাহার, আবু আহমেদ হাসনাত, আলমগীর ঠাকুর, জহির আজম চৌধুরী, মোহাম্মদ ছাফা, মোবারক হোসেন কাঞ্চন, এজাহার মিয়া, আমিনুল ইসলাম তৌহিদ, সরোয়ার উদ্দিন সেলিম, জাহিদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি, নার্গিস আক্তার, সেলিম নুর, নাঈম উদ্দিন মিনহাজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।