শিশুদের চোখের আলো অটুট রাখতে রোটারি ক্লাব অব মিয়াবুশ ও খুলশী সেন্ট্রাল নতুন কর্মসূচি হাতে নিয়েছে। রোটারী ক্লাব অব মিয়াবুশ ও কাকস্ জার্মানির সহায়তায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এবং রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের তত্ত্বাবধায়নে শিশুদের চোখের প্রাথমিক রোগ নির্ণয় সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। উক্ত প্রশিক্ষণে টিকা প্রদানকারী কর্মীদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এতে করে খুব ছোট শিশুদের দৃশ্যমান কিছু চোখের রোগ নির্ণয় করা সম্ভব হবে। এই প্রকল্পের জন্য ৯০ হাজার ইউরো প্রায় ১ কোটি ১৩ ল্ক্ষ টাকা অর্থ সংগৃহীত হচ্ছে। উপযুক্ত রেফারেলের মাধ্যমে চোখের রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা উক্ত প্রকল্পের মূল লক্ষ্য।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার লক্ষ্যে গতকাল রোববার সকাল ৯:৩০ টায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রালের পক্ষ হতে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান শাহিদী ও মোহাম্মদ হাসান। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানী, ডা. সোমা রানী রায়, ডা. ফারজানা আক্তার চৌধুরী, মো. এসকান্দার হোসেন ওয়াসিম ও বোরহান উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।