দ্বন্দ্ব–বিবাদ
চোখ থাকলেও অন্ধ থাকি
মুখ রেখেছি বন্ধ
চোখ ও মুখের সাথে না হয়
চলতো নানা দ্বন্দ্ব।
দিন চলে যায়, মাস চলে যায়
আসে নতুন বর্ষ
নতুন করে বাড়তে থাকে
সংঘাতে সংঘর্ষ।
দ্বন্দ্ব–বিবাদ লেগেই আছে
চলছে সারা বঙ্গে–
দুঃসময়ের মাঝে কি কেউ
থাকতে পারে রঙ্গে!