সামাজিক উন্নয়নে কাজ করা স্টার্ক বাংলাদেশ এখন বাংলালিডস

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

সামাজিক উন্নয়ন ও যুবসমাজের ক্ষমতায়নে ৭ বছর ধরে ভূমিকা রাখা সংগঠন স্টার্ক বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের নাম পরিবর্তন করে বাংলালিডস নামে আত্মপ্রকাশ করেছে। গত শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। জানা যায়, গত বছরের ৫ সেপ্টেম্বর সংগঠনের পরিচালনা পর্ষদের বৈঠকে নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। নাম পরিবর্তনের মাধ্যমে সংগঠনটি তার নতুন অঙ্গীকার ও কর্মপরিকল্পনাকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে চায়। বাংলালিডস নামটি বাংলাদেশের যুব নেতৃত্ব, সামাজিক পরিবর্তন এবং শিক্ষার প্রসারে সংগঠনের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সংগঠনটি বাংলাদেশে পরিবেশ ও জলবায়ু শিক্ষাকে শিক্ষা ব্যবস্থার মূলধারায় নিয়ে আসতে এবং তারুণ্যের দক্ষতা উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে।

বাংলালিডসের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফরুল হাসান বলেন, জলবায়ু শিক্ষা নীতি সংস্কার নিয়ে বিগত পাঁচছয় মাস আমরা কাজ করছি এবং পরিকল্পনা করছি। আগামী এপ্রিল মাসে চট্টগ্রামে প্রথমবারের মতো জলবায়ু শিক্ষা নীতি সম্মেলনের আয়োজন করা হবে। পরবর্তীতে ঢাকা ও সিলেটেও এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আমরা জলবায়ু শিক্ষাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাহিদুল ইসলাম ইমন জলবায়ু শিক্ষা নিয়ে বাংলালিডসের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, জুলাইআগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিটকে আমরা হৃদয়ে ধারণ করি। এই স্পিরিট আমাদের কাজে প্রকাশিত হওয়ার লক্ষ্যে আমাদের নামের এই পরিবর্তন। আমরা বিশ্বাস করি, বাংলালিডস নামটি আমাদের নতুন অঙ্গীকার ও দায়িত্ববোধকে প্রতিফলিত করবে। গত শনিবারের অনুষ্ঠানে বিভিন্ন গুণী ব্যক্তি, সামজকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ এবং তরুণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য ত্রিতরঙ্গের ফ্রি কর্মশালা
পরবর্তী নিবন্ধসিভাসুর চার আবাসিক হলের নামকরণ