হজরত বায়েজিদ বোস্তামী রহ.-এর বার্ষিক ওরশ কাল

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

সুলতানুল আরেফিন হজরত বায়েজিদ বোস্তামীর (রহ.) বার্ষিক ওরশ আগামীকাল মঙ্গলবার দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছেফজরের নামাজের পর খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে খাজেগান ও গেয়ারবি শরিফ।

মাগরিবের নামাজের পর থেকে হজরতের জীবনী আলোচনা, ওয়াজ মাহফিল, এশার নামাজের পর ফাতেহা, রাত ১১টার পর আখেরি মোনাজাত ও মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ। ওরশের কর্মসূচিতে জাতি, ধর্মবর্ণ নির্বিশেষে ভক্তঅনুরক্তসহ সকলকে অংশগ্রহণের জন্য দরগাহ পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ ও সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান অনুরোধ জানিয়েছেন।বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএসটিআই মহাপরিচালকের বিএসপি ফুড প্রোডাক্টস্‌ কারখানা পরিদর্শন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম অটো স্পেয়ার পার্টস এসোসিয়েশনে নতুন নেতৃত্ব