বাংলাদেশের হাফেজরা বিশ্ব দরবারে দেশের পতাকা উড্ডয়ন করেছে

হিফজুল ক্বোরআন প্রতিযোগিতায় বক্তারা

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

আল মামুর কোরআন একাডেমির উদ্যোগে হিফজুল ক্বোরআন ও সংস্কৃতিক প্রতিযোগিতা হাটহাজারী নাঙ্গলমোড়া একাডেমিক প্রাঙ্গণে একাডেমির নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ছালামত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, হিফজুল ক্বোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের ছাত্ররা বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকা উড্ডয়ন করেছে। এতে প্রধান অতিথি অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী অদুদীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের কোমলমতি হাফেজে কোরআনদের তেলাওয়াত ও মান সারা পৃথিবীব্যাপি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় এ প্রতিযোগিতা প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবি এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাঁশখালী, আনোয়ারা, বোয়ালখালী, চট্টগ্রাম মহানগর, হাটহাজারী, রাউজান, ফটিকছড়িসহ বিভিন্ন মাদরাসার পাঁচ শতাধিক ছাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিরা হিফজুল ক্বোরআন ও সাংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেন এবং নগদ টাকা ক্রেস্ট ও সনদ প্রাপ্ত হন। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ জুবায়ের সিদ্দিক। ইমাম গাজ্জালী (রঃ) একাডেমির পরিচালক মোহাম্মদ ইকরাম, তাহসিনুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ শাকের উল্লাহ, আল মামুর কোরআন একাডেমির পরিচালক হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ ওসমান গনি। অনুষ্ঠানে অতিথি ছিলেন একাডেমির পরিচালক এডভোকেট রিয়াজ উদ্দিন আহমদ, এডভোকেট সোহেল আহমদ, মোহাম্মদ হোজ্জাতুল ইসলাম, মোহাম্মদ শফিউল আলম বাবুল, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ নাইম উদ্দিন, মোহাম্মদ রবিউল আলম বুলবুল, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আয়ুব, হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন, হাফেজ মোহাম্মদ মাহফুজ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচাকরিহারা ৫৪৫ জনকে পুনর্বহালের দাবি
পরবর্তী নিবন্ধবিএসটিআই মহাপরিচালকের বিএসপি ফুড প্রোডাক্টস্‌ কারখানা পরিদর্শন