আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার বিকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেভিল তো একমাত্র ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিনে বোধদয় হয়েছে, সেজন্য তাদেরকে (অন্তর্বর্তীকালীন সরকার) ধন্যবাদ জানাচ্ছি। খবর বিডিনিউজের।
ফখরুল বলেন, বাংলাদেশের ছাত্র–জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, হাসিনা ষড়যন্ত্র করছে। তার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আমাদেরকে সাবধানতার সাথে পা ফেলতে হবে, আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে।
লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, তিনি ভালো আছেন, তার ট্রিটমেন্ট চলছে। গতকাল রোববার বিকাল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে গত ২ ফেব্রুয়ারি তারা ওয়াশিংটন যান। পরদিন লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান তার বাবার প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটন পৌঁছান। গত ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজে।