আ. লীগ ছাত্রলীগের নেতাসহ আরো ১৯ জন গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে হামলার মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আরো ১৯ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ইশতিয়াক ওয়াসিফ, কর্ণফুলী থানার জুলধা ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহিম শরিফ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রিয়তোষ চৌধুরী, মো. মাইদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম রনি, শহিদুল আলম, শামছু আলম, জাহাঙ্গীর আলম, ইমামুল হক, মো. পাভেল. মো. মনিরুজ্জামান রিয়াদ, মো. সুমন, মো. তামজিদ হোসেন, মো. নাঈম গাজী, মো. কচির উদ্দিন লিটন, রাসেল আহামদ, মো. জুয়েল, মো. ইসমাইল হোসেন ও মোহাম্মদ ইদ্রিস।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড থেকে চুরি হওয়া অর্ধকোটি টাকার পণ্যসহ কাভার্ডভ্যান উদ্ধার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে এক মাস পর টিসিবির ট্রাকসেল আজ শুরু