দ্রুতগামী বাসের ধাক্কায় লোহাগাড়ায় বাইক আরোহীর মৃত্যু

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের আমিরাবাদ রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে উক্ত দূর্ঘটনা ঘটেছে।

নিহত মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শাকিব (১৯) লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটস্থ আবদুল মন্নান সওদাগরের ২য় পুত্র। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন লোহাগাড়া সদর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাফর আহমদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে শাকিব গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রন্জন চাকমা দৈনিক আজাদীকে বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম উপস্থিত হলেও ঘাতক বাসটি এখনো পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের স্বজনদের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধযাত্রীবাহী বাসের ধাক্কায় মীরসরাইয়ে বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধপটিয়ায় প্রতিবেশীই যখন শিশু আয়াতের অপহরণকারী