প্রপোজ ডে’তে পরীমণির সঠিক মানুষ চিনতে না পারার আক্ষেপ

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০১ পূর্বাহ্ণ

ব্যক্তিজীবন নিয়ে ঢাকাই সিনেমার নায়িকাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম পরীমণি। বিশেষ করে এই নায়িকার প্রেমবিচ্ছেদ ছিল সবসময়ই সংবাদের শিরোনামের কারণ। জীবনে একাধিকবার প্রেমে পড়েছেন পরীমণি। সংসারও পেতেছিলেন কয়েকবার। কিন্তু কোনো সম্পর্কই স্থায়ী হয়নি। যে কারণে জীবনে ‘সঠিক মানুষ’ নাচেনার আক্ষেপ রয়ে গেছে এই অভিনেত্রীর।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ছিল বিশ্ব প্রপোজ ডে। এদিন পরীমণির কণ্ঠে শোনা গেল, জীবনে ‘সঠিক মানুষ’ না চেনার আক্ষেপ। এক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, নিজের জীবনের কিছু গোপন তথ্য : সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে। আপনার জীবনের খুশিকে কে বা কারা অতি সহজে মারতে পারবে জানেন? আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস. আপনার একাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে। ২. আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কীসে দুঃখ পান, কীসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে। ৩. আপনি যে বা যাদের খুব কাছের মানুষ বলে জানবেন। ব্যাস, এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে যদি না সেই মানুষ বা মানুষেরা সঠিক না হয়। সবশেষ পরীমণি লিখেছেন, ‘আপনি ভুল মানুষে বিশ্বাস, ভরসা করবেন, মারা খাইলে তাদের দোষ দেবেন এটা তো ঠিক না বস! তাই সমস্ত সমস্যা আপনারই।’

পূর্ববর্তী নিবন্ধউপদেষ্টা ফারুক ই আজমকে স্মারকলিপি দিলেন চট্টগ্রামের ক্রীড়াসংগঠকবৃন্দ
পরবর্তী নিবন্ধশাফিনের জন্য কনসার্ট, গাইবে জনপ্রিয় পাঁচ ব্যান্ড