এস এম তারেক চট্টগ্রাম বিভাগীয় দাবা দলের কোচ কাম ম্যানেজার নির্বাচিত

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

তারুণ্যের উৎসব জাতীয় ইয়ুথ দাবা প্রতিযোগিতায়২০২৫ চট্টগ্রাম বিভাগীয় ইয়ুথ দাবা দলের কোচ কাম ম্যানেজার নির্বাচিত হয়েছেন ফিদে আরবিটার, আন্তর্জাতিক রেটেড দাবাড়ু প্রকৌশলী এস এম তারেক। এই ইয়ুথ দাবায় চট্টগ্রাম বিভাগীয় দল ১১টি ক্যাটাগরিতে অংশগ্রহন করবে। একজন করে মোট ১১জন দাবাড়ু অংশগ্রহণ এতে অংশ নেবে। আজ ৯ ফেফ্রয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৫ দিন ব্যাপী তারুণ্যের উৎসব ইয়ুথ দাবা প্রতিযোগিতা ঢাকায় অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে টিকিট বিক্রির আয়ে রেকর্ড
পরবর্তী নিবন্ধ১৮ নারী ফুটবলারের সাথে কথা বলেছেন বাফুফে সভাপতি