সমাজসেবা অধিদপ্তরের তারুণ্যের উৎসব উদযাপন

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫১ পূর্বাহ্ণ

সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের প্রশিক্ষনার্থী তরুণ তরুণীদের নিয়ে উদ্যোক্তা তৈরির পরিকল্পনাসহ দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দেবপাহাড় সমাজ সেবা কার্যালয়৩ উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজ সেবা কার্যালয় চট্টগ্রামের উপ পরিচালক নূরুল ইসলাম পাটোয়ারী। এতে পরিষ্কারপরিচ্ছন্নতা অভিযান জুলাই ২০২৪, ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও নিরাপদ মাতৃত্ব, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নতিকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরুষের অংশীদারিত্বমূলক দায়িত্ব বণ্টন উৎসাহিতকরণ বিষয়ের উপর আলোচনা করা হয়। আলোচনা শেষে সমাজ সেবা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের নারী প্রশিক্ষক মণিষা সেনের পরিচালনায় কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমাজ সেবা অফিসার অধ্যক্ষ মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও নূরুচ্ছালামত ভূইয়া ফোরকানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. ফরিদুল আলম, আবদুর রহমান মিন্টু, মা ও শিশু হাসপাতালের কার্যকরী কমিটির সভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন ও প্রধান প্রশিক্ষক মো. আরীফ।

পূর্ববর্তী নিবন্ধশিশু-কিশোরদের বহুমুখী প্রতিভা বিকাশে সুযোগ করে দিতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের গভর্নিং বডির ৯ম সভা