আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর বোর্ড মিটিং নগরীর একটি রেস্টুরেন্টে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিটিংয়ে ডিস্ট্রিক্ট–৩ এর আওতাভুক্ত ক্লাব প্রেসিডেন্টসহ এপেক্সিয়ানরা অংশগ্রহণ করে বক্তব্য রাখেন। ডিস্ট্রিক্ট– গভর্নর এপে: সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে ও ডিস্ট্রিক্ট সেক্রেটারি এপে: মো. আরিফ খানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন এপেক্সিয়ান এস. কে. দত্ত অনুপ। বিশেষ অতিথি ছিলেন এপে: মো. লিয়াকত আলী। বক্তব্য রাখেন আলমগীর আলম, তৈয়ব আলী, বিশ্বনাথ তনচঙ্গা, রনজিত বড়ুয়া প্রমুখ।সভায় নেতৃবৃন্দ ডিস্ট্রিক্ট–৩ এর নিয়ম অনুযায়ী সকল কর্মকান্ড পরিচালনা করায় ভূয়সী প্রশংসা করেন এবং সকলের মতামতের মাধ্যমে বিভিন্ন কো–অর্ডিনেটর কমিটি গঠন, জেলা স্কুলিং, রমজান মাসে ইফতার মাহফিল, ডিস্ট্রিক্ট বোর্ড সদস্য ও প্রধান উপদেষ্টা অনুমোদনসহ নানান সিদ্ধান্ত গ্রহণ কর হয়। সদ্য অতীত গভর্নর মো. নুরুল আমিন চৌধুরী আরমানকে প্রধান উপদেষ্টা হিসেবে অনুমোদন দেয়া হয়। পরে ন্যাশনাল প্রেসিডেন্ট প্রদত্ত উপহার সামগ্রী তুলে দেয়া হয় ক্লাব প্রেসিডেন্টদের হাতে। প্রেস বিজ্ঞপ্তি।