লোহাগাড়ায় স্কুলছাত্র মুমিনুল ইসলাম মুমিন হত্যাকাণ্ডে জড়িত শাকিল (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য তাঁতীপাড়ার আবদুর রশিদের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কুলছাত্র মুমিন হত্যাকাণ্ডে জড়িত শাকিলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিল মামলায় এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তার শাকিল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।