বায়েজিদে অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৭ পূর্বাহ্ণ

দেশিয় অস্ত্রসহ মো. হৃদয় হাসান (২২) ও মো. শামিম হাসান জাহিদ (২২) নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে বায়েজিদ বোস্তামী থানার ড্রাইভার কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কাটার ও একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ধৃতদের বিরুদ্ধে মামলা (নং ৮) দায়ের করা হয়েছে। ওসি বলেন, ধৃত হাসান ও শামিমসহ অজ্ঞাতনামা আসামিরা সমবেত হয়ে রাস্তায় চলাচলরত পথযাত্রী ও গাড়ির চালকসহ বিভিন্ন লোকজনদেরকে অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা পেশাদার ছিনতাইকারী এবং ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে গল্প আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় স্কুলছাত্র মুমিন হত্যার এক আসামি গ্রেপ্তার