‘গাজা আমাদের নয়, ফিলিস্তিনিদের’ বললেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

| শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫২ পূর্বাহ্ণ

ইসরায়েলের সাবেক এক প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা দখল করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এই পরিকল্পনা বা প্রস্তাব অবাস্তব, কারণ গাজা ইসরায়েলের হাতে দেওয়ার মতো কিছু নয়। এহুদ ওলমার্ট বিবিসির ওয়ার্ল্ড নিউজ আমেরিকা অনুষ্ঠানে বলেন, গাজা পুনর্গঠনে তিনি যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানাবেন, তবে শর্ত একটাই গাজা অবশ্যই ফিলিস্তিনিদের মাধ্যমে এবং ফিলিস্তিনিদের জন্যই পুননির্মাণ করতে হবে। তিনি বলেন, আমি শুনেছি, আমেরিকা আশা করছে যে ইসরায়েল গাজা তাদের হাতে তুলে দেবে। কিন্তু আমরা তা করতে পারি না, কারণ গাজা আমাদের নয়। গাজা ফিলিস্তিনিদের। ওলমার্ট বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য ছিলেন ৩০ বছরেরও বেশি সময় ধরে। তবে ২০০৬ সালে তিনি ও তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন দল থেকে বেরিয়ে আসেন। সমপ্রতি গাজার বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসন এবং উপত্যকাটি দখলে নেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষসহ আরব দেশগুলো তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে এমন একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন, যাতে গাজার যেকোনো বাসিন্দা চাইলে অঞ্চলটি ছেড়ে যেতে পারে। তার এই পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের গাজা দখল এবং সেখানকার ২১ লাখের মতো ফিলিস্তিনিকে অন্যত্র পুনর্বাসনের কথা বলেছেন।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি সেনাদের তৈরি বালির ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প