অনেক তর্ক বিতর্কের মধ্যেও দারুন একটা ফাইনাল দিয়ে শেষ হয়েছে এবারের বিপিএল। আর সেই বিপিএলের ফাইনাল সেরা হয়েছেন বিজয়ী বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আর টুর্নামেন্টের সেরা হয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
গতকালের ফাইনালে বরিশালের সামনে ছিল ১৯৫ রান তোলার চ্যালেঞ্জ। সেখান থেকে জয় তুলে আনতে চিটাগাং কিংসের বিপক্ষে দারুণ একটা সূচনা দরকার ছিল ফরচুন বরিশালের জন্য। সেই কাজটা বেশ ভালোভাবেই করেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট; বলে একটা কথা প্রচলিত ক্রিকেট দুনিয়ায়। সেটাই তামিম করলেন ফাইনালের বিগ ম্যাচে। ২৯ বলে করলেন ৫৪ রান। দলকে এমন এক অবস্থানে রেখে আউট হয়েছেন, যেখান থেকে বরিশালকে চ্যালেঞ্জ জানাতে বেশ বেগ পেতে হতো চিটাগাং কিংসকে। ৯ চার এবং ১ ছক্কায় সাজানো সেই ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তামিম ইকবাল। তামিমের মতোই অধিনায়ক হিসেবে আরও একজন পান স্বীকৃতি। তিনি খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন নিজেকে ওপেনিং পজিশনে এনে। ব্যাটে–বলে তো বটেই, দল পরিচালনার ক্ষেত্রেও মিরাজকে আলাদা করে দেখতেই হচ্ছে। খুলনার হয়ে আসরে ১৪ ইনিংসে করেছেন ৩৫৫ রান। ২৭ এর বেশি গড়ে খেলেছেন। পেয়েছেন ২ ফিফটিও। ক্যাচ নিয়েছেন ৮টি। বল হাতেও কম করেননি। ১৪ ম্যাচে পেয়েছেন ১৩ উইকেট। সেটাও ৭.৭১ ইকোনমি রেটে বোলিং করে। ম্যান অব দ্য টুর্নামেন্টের জন্য তাই তাকেই বেছে নিয়েছেন বিপিএলের জুরি বোর্ড।