‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে তারুণ্যের উৎসব ভলিবল প্রতিযোগিতা গত ৬ ফেব্রুয়ারি সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সম্পন্ন হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. গিয়াসউদ্দিন বাবর। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ইসমাঈল কুতুবী ও ভেটেরিনারী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক গোলাম মওলা। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষকবৃন্দ মো. জহিরুল ইসলাম, চঞ্চল বিশ্বাস, শ্যামলী রাণী ভৌমিক, আরপিএটিসির ফিজিক্যাল ইন্সট্রাক্টর ফয়সাল হাবিব, বিসিবির ফিজিও মো. আবু হানিফ প্রমুখ। প্রধান অতিথি প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।