কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ভলিবল খেলায় ওয়াগ্গায় ইউনিয়নে অবস্থিত লোটাস স্কুল উপজেলা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। উপজেলা সদর বরইছড়িতে অবস্থিত কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ভলিবল খেলায় লোটাস স্কুল নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কাপ্তাই হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসান, বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, শহীদ শামসুদ্দীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হানিফ, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যাচিং প্রু মারমা এবং পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর নবী। চ্যাম্পিয়ন লোটাস স্কুলের শিক্ষক এবং খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এবং একাডেমিক সুপার ভাইজার সোশ্যাল চাকমা।