রাউজানে কবির আহমদ স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাউজান প্রতিনিধি | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৩ পূর্বাহ্ণ

রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সিপাড়া সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে সমাজসেবক আলহাজ্ব কবির আহমদ স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ফ্লাড লাইটের আলোতে গত ৬ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বর্ণিল আতশ বাজির আলো ঝলকানো উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আহমদ ছফা। জাকির হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক প্রবাসী জাফর আহমদ। উদ্বোধক ছিলেন রাউজান ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক নাছির উদ্দিন রকি। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মীর আসলাম, রফিক মিয়া, নুরুল আলম, মোহাম্মদ ইলিয়াছ, হাজী নুরুল আলম, রফিক আহমদ, ক্রীড়া সংগঠক জিন্নাত আলী, মফিজুর রহমান,মোহাম্মদ আজিম, সাংবাদিক জাহেদুল আলম, নেজাম উদ্দিন রানা, তৈয়ব চৌধুরী, কামাল হাবিবী। উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুন নবী, শেখ জাহেদ, এডভোকেট শাহাদাত হোসেন, এডভোকেট মোহাম্মদ ফয়সল, জিয়াউদ্দিন বাবলু,আজগর আলী পিন্টু, হাবিবুর রহমান জনি, সাজ্জাদ হোসেন, ইকবাল বাবু, জমির হোসেন, আবদুল হামিদ, মহিন হাসান, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ ইফতি, মোহাম্মদ ইউনুচ, সাইফুল আলম। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে নোয়াপাড়া ইয়ং স্টার এবং উত্তর মোহরা স্পোর্টিং ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধগাইলেন আতিফ আসলাম, চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং প্রকাশ
পরবর্তী নিবন্ধরংগীপাড়া একাদশ আয়োজিত আন্তঃ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন